About

দেবহুতি ভট্টাচার্য, ১৯৯৫ সালে ২০ শে এপ্রিল মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপে জন্মগ্রহণ করেন এক ব্রাহ্মণ পরিবারে। তাঁর ঠাকুরদা হংসনারায়ণ ভট্টাচার্য ছিলেন অধ্যাপক ও সাহিত্য গবেষক। তিনি বৃহস্পতি বার জন্মগ্রহণ করেন বলে তাঁর নাম দেন শ্রী, যা এখন প্রচলিত। তিনি ছোটবেলা থেকে অনুপ্রাণিত ছিলেন সাহিত্য, নাচ, গান, অঙ্কন ও আবৃত্তির প্রতি। কিন্তু আধুনিকতার মাঝে সব কিছুকে প্রস্ফুটিত করার জন্য দেরাদুনে হিমগিরি জি ইউনিভার্সিটিতে গ্রাফিক ডিজাইনের ওপর পড়াশোনা করেন, যার মধ্যে অঙ্কন, অ্যানিমেশন, ভি এফ এক্স প্রভৃতির মধ্যে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করেন। তিনি আবিষ্কার করেন মানুষের এতো কর্মব্যস্ততা যে মনের খোরাক জোগানোর জন্য সাহিত্যে মনোনিবেশের সুযোগ করে উঠতে পারছে না। কিন্তু বাসে ট্রামে ট্রেনে অবসরযাপনে দৈনন্দিন জীবনের পাকচক্র থেকে আনন্দ খুঁজে নিতে কানে হেডফোন বা মোবাইলে অডিও স্টোরিই ভরসা হয়ে উঠেছে, তাই সাহিত্যে বাংলা সাহিত্যের সম্প্রচারের মাধ্যমে মানুষের কাছে হৃদয়গ্রাহী হয়ে উঠেছেন ক্রমে ক্রমে। তিনি বাংলা সাহিত্যে রোমাঞ্চ, গোয়েন্দা, প্রেম ও বাঙালির জীবন যে ধারায় প্রবাহিত হয় এমন, এমন বহু বর্ণময় জীবনকে প্রানবন্ত করে পাঠকদের কাছে ভীষণই এক প্রিয় পঠন শিল্পী হিসাবে জনপ্রিয়তা লাভ করে চলেছেন। তাঁর আদর্শ বাংলা সাহিত্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। নিরলস জীবনে হারিয়ে যাওয়া অনেক গ্রন্থের pdf তিনি নিয়ে এসেছেন তাঁর ওয়েরসাইটে। অনিমেটেড কার্টুন দিয়ে ছোটদেরও মনোগ্রাহী হবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি এই ওয়েবসাইটের মাধ্যমে আরও মানুষের কাছে পৌঁছানোর যে চেষ্টা করছে তা আশা করি আপনাদের আন্তরিক ও ঐকান্তিক শুভ ইচ্ছার মাধ্যমে দেবহুতি ওরফে শ্রী দেবীকে তাঁর লক্ষের চূড়ান্ত শিখরে পৌঁছে দেবে।